বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন
চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও প্রদান করেছে।
এছাড়া রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পরেই রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে দু’দেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হায়দরাবাদ হাউসের ডেকান স্যুটে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর দু’দেশের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন।
ইতোমধ্যেই দু’দেশের প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর’ হিন্দি ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।
মন্তব্য চালু নেই