বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলে মামলা খেলেন তারেক
লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন।
রোববার বেলা ১২টার দিকে জেলা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি ১২৪ (ক) দণ্ডবিধিতে এ মামলাটি করেন। ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন বলেন, ‘লন্ডনে বঙ্গবন্ধুকে পাকবন্ধু ও দেশদ্রোহী বলে কটূক্তি করা দেশদ্রোহিতামূলক অপরাধ। আর এ কারণে তার (তারেক রহমান) বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
মামলার আইনজীবী আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বুধবার লন্ডনে দ্যা অ্যাট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তার এ বক্তব্য ওইদিন দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টালগুলো প্রকাশ করে। পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়।
মন্তব্য চালু নেই