বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১০
বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ যাত্রী।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। পরে সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজন মারা যান। আহত হন কমপক্ষে ২৩ জন।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা জানিয়েছেন তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।
এদিকে, এদিকে দুর্ঘটনার পর পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই