বগুড়ায় দুই বাসের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে দুই বাসের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকার দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেরপুর টাউন ফাঁড়ির টিএসআই আবুল কালাম আজাদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে বগুড়া থেকে ঢাকাগামী সালমা পরিবহন এবং ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী (৪৫), অপরজন শিশু (৭)। এ সময় দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহদের শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ পরিবনের চালক নবির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার পরপর যানচলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।



মন্তব্য চালু নেই