বগুড়ার শেরপুরে কলার এক গাছে শত মোচা

বগুড়ার শেরপুরে কলার এক গাছে ১ শত মোচা ধরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । কলার গাছে ছোট বড় প্রায় ১০০টি মোচা ধরায় একনজর দেখার জন্য বিভিন্ন গ্রামের শত’শত উৎসুক লোকজন ভিড় করছে।

জানা গেছে, উপজেলার খানপুর ইউনিয়নের সীমান্তবর্তী শাকদহ গ্রামের খোরশেদ হোসেনের জমির আইলের পাশে ৪ মাস আগে লাগানো কলার গাছে প্রথমে একটি মোচা স্থানীয় নাম (কলার থোর) ধরার পরে ধীরে ধীরে আরো মোচা ধরতে থাকে।

এপর্যন্ত প্রায় ১০০টি ছোট বড় মোচা ধরেছে আরো অনেক গুলো মোচার মুখ বের হচ্ছে। একই এলাকার জুয়েল, খোরশেদ, করিম বলেন, আমরা এর আগে এমন কলার গাছ দেখিনি তাই শোনার পরে নিজের চোখে একবার দেখে নিলাম।

এব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, এধরনের ঘটনাকে (crazy top daisies) একধরনের রোগ হিসেবে ধরা হয়। সাধারনত কলার মোচা বেশি আসায় কলার আকৃতি ছোট হয়। অথবা জেনেটিক কারনে হতে পারে।



মন্তব্য চালু নেই