বগুড়ায় পেট্রোল বোমায় দু’জন নিহত
বাংলাদেশের উত্তরে বগুড়ায় পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে।
পুলিশ বলেছে, ভোরে চোরাগোপ্তা এই হামলায় অগ্নিদগ্ধ একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন,ভোরে পৌনে পাঁচটার দিকে বগুড়ার তিনমাথা এলাকায় পান বহন করে ট্রাকটি যাচ্ছিল।সে সময় ট্রাকের সামনে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা চালানো হয়।
এই হামলায় অগ্নিদগ্ধ ট্রাক চালক,তার সহকারী এবং পান ব্যবসায়ীকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেষ পর্যন্ত চালকের সহকারী এবং পান ব্যবসায়ী হাসপাতালে মারা যান।অগ্নিদগ্ধ ট্রাক চালকের চিকিৎসা চলছে।
অন্যদিকে, ঢাকার পুলিশ জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে ঢাকায় বাসে ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ১৯ দিন পর পুলিশের একজন সদস্যের আজ মৃত্যু হয়েছে।
গত ১৭ই জানুয়ারি ঢাকায় মৎস্য ভবনের কাছে পুলিশ সদস্যদের বাসে পেট্রোল বোমা হামলায় দশজনের বেশি দগ্ধ হয়েছিল।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরই একজনের এখন মৃত্যু হলো।
বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধের সময় গত এক মাসে পেট্রোল বোমা হামলাসহ সহিংসতায় ৫০ জনের বেশি নিহত হয়েছে ।
মন্তব্য চালু নেই