বগল দেখিয়েই সমালোচকদের জবাব দিলেন প্রিয়াংকা

ইট মারলে পাটকেলটি খেতে হয়- প্রবাদটিকে সত্য মেনেই বোধহয় সমালোচকদের একদম কড়া জবাব দিলেন বলিউড ডিভা প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি হলিউডের ছবি ‘বেওয়াচ’র কাজ শেষ করে দেশে ফিরেছেন এই তারকা। দেশে এসেই অংশ নেন বিখ্যাত ম্যাগাজিন ম্যাক্সিম’র ফটোশুটে।

সম্প্রতি প্রকাশিত হওয়া ম্যাক্সিমের কভারে প্রিয়াংকাকে বেশ আবেদনময়ীর ভূমিকায় দেখা গেছে। কালো রংয়ের মনোকিনি পোশাকে আবৃত আবেদনময়ী প্রিয়াংকাকে ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু দখল করে নিয়েছে ছবিটিতে দেখা যাওয়া প্রিয়াংকার বাঁ হাতের বগল। সমালোচকরা অভিযোগ করেছেন, নিজেকে অতিরিক্ত আবেদনময়ী করে তুলতে মেকআপ মেরে বগলকে এমন সুন্দর করে উপস্থাপন করেছেন প্রিয়াংকা। জোর করে কুৎসিত কিছুকে আকর্ষণীয় করে তোলাটা বোকামি।

এমন সমালোচনার পর বসে থাকেননি প্রিয়াংকাও। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দুই হাত উঁচিয়ে রেখে বগল দেখিয়ে একটি ছবি প্রকাশ করেছেন এই তারকা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটা কি সত্যিকারের বগল? কে কে বলতে চান এটা সত্যিকারের বগল?’

নায়িকার এই জবাবে বেশ মজাই পেয়েছেন তার ভক্তরা। সেটা বোঝা গেল টুইটারে রিটুইট আর ছবিটির ভাইরাল হতে দেখে।



মন্তব্য চালু নেই