বক্স অফিসে মুখোমুখি আমির-রজনীকান্ত

বলিউডের বক্স অফিসের শিডিউল নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে তারকাদেরও। চলতি বছরের শুরুতেই বক্স অফিসের মুখোমুখি লড়াইয়ে ছিলেন ‘রেইস’ নিয়ে শাহরুখ খান ও ‘কাবিল’ নিয়ে হৃত্বিক রোশান।

এবার বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান ও দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।

জানা গেছে, চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিলো আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। তবে একই সময়ে শাহরুখ খানের ‘রেহনুমা’ ও অক্ষয় কুমারের ‘টয়লেট : এক প্রেম কাহিনী’ ছবিটি মুক্তি পাওয়ায় নিজের ছবির মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন আমির।

চলতি বছরের দিওয়ালিতে আসবেন তিনি। আর ওই সময় মুক্তি পাবে রজনীকান্তের নতুন ছবি ‘টু পয়েন্ট জিরো’। একের পর এক ব্যবসা সফল ছবি দিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা আমিরের জন্যে তাই একটু দুশ্চিন্তার খবর হয়ে উঠেছে এটি। ‘সিক্রেট সুপারস্টার’ পারবেন তো রজনীকান্তের সাথে বক্স অফিসে ঝড় তুলতে?



মন্তব্য চালু নেই