বউ সমেত আটকে গেলেন শুভ

কথা ছিলো, বউসহ দেশে ফিরবেন চিত্রনায়ক আরেফিন শুভ। কিন্তু ভিসা জটিলতার কারণে বউ সমেত ভারতেই আটকে রয়েছেন তিনি। সম্প্রতি অর্পিতা সমাদ্দার নামে এক ফ্যাশন ডিজাইনারকে বিয়ে করতে কলকাতায় যান আরেফিন শুভ। বিয়ে শেষে গত ১৫ ফেব্রুয়ারি তাদের দেশ ফেরার কথা ছিলো। কিন্তু পথ আগলে দাঁড়িয়েছে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস। শুভর ঘনিষ্ঠজনরা জানান, মূলত ভিসা জটিলতায় পড়েছেন শুভ’র স্ত্রী। তার বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গত কয়েকদিন যাবত কলকাতায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও ভিসার মেয়াদ বাড়াতে পারেন নাই।
এদিকে ভিসা জটিলতার অবসান না হওয়া পর্যন্ত স্ত্রী অর্পিতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারছেন না শুভ। এ কারণে তিনিও অপেক্ষায় রয়েছেন।



মন্তব্য চালু নেই