বউ-শাশুড়ি মেলা
বর্তমান আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক মেলা হারিয়ে যাচ্ছে। আলোকসজ্জাবেষ্টিত মেলার সঙ্গে আমাদের নতুন প্রজন্মরা অনেকটা পরিচিত। ঐতিহ্যকে স্মরণ করে এলাকাবাসী প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে এক ব্যতিক্রমী মেলার।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই দিনব্যাপী এক ভিন্ন ধরনের মেলা শুরু হয়েছে। মেলাটির নাম হল বউ-শাশুড়ি মেলা। এবারের এ মেলায় আদর্শ শাশুড়ি সিংগীমারী গ্রামের আবু বরকতের স্ত্রী আঞ্জুমান আরার এবং আদর্শ বউ একই গ্রামের আমির হোসেনের বউ বিউটি বেগমের নাম ঘোষণা করা হয়।
উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলাটি শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবাকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের স্টল বসানো হয়। মেলায় নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনমূলক নাটক প্রদর্শন করা হয়।
সিংগীমারী ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফার সমন্বয়ে চলছে মেলাটি। মেলাটি ইতোমধ্যেই জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সারা ফেলেছে পুরো জেলায়।
আয়োজক কমিটির সভাপতি এমজি মোস্তফা জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে বউ-শ্বশুড়ি এ মেলায় আসছে।
মন্তব্য চালু নেই