বউয়ের লেখা দিয়েই অপূর্বের খ্যাতি
বাবা একজন নামকরা লেখক। ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে মস্তবড় লেখক হবেন। বাবার ইচ্ছাপূরণ করতেই অপূর্ব কাগজ-কলম হাতে নেন। খুব কম সময়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে লেখক অপূর্বের নাম।
পরে জানা যায় লেখাগুলো তার নিজের নয়, তার স্ত্রী চারুর। চারু খুব ভালো লিখতেন। তার লেখা দিয়েই অপূর্বের খ্যাতি। পরবর্তী সময়ে ঘটে নানা ঘটনা।
সম্প্রতি ‘শব্দের শরীর’ শিরোনামে একটি নাটকে এরকম একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব ও পরিচালনা করেছেন দীপু হাজরা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশন নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘দীপু ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। সবসময় চেষ্টা করেন ভিন্ন ধাঁচের কাজ করার। নাটকের গল্প বেশ সুন্দর। বিশেষ করে আমার চরিত্র অনেকটা আলাদা। অভিনয় করতে গিয়েও খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার প্রতিটি নাটকের গল্পে ভিন্নতা রাখার চেষ্টা করি। এ নাটকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। টিমের সবাই খুব ভালো কাজ করেছে। আশা করি সবার ভালো লাগবে।’ নাটকে অপূর্বের সঙ্গে ছিলেন মৌটুসী বিশ্বাস। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।-যুগান্তর
মন্তব্য চালু নেই