বউয়ের পক্ষ নিয়ে মাকে লাথি মেরে হত্যা!
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাহেদা বেগম (৫৫) নামে এক মা ছেলের লাথিতে প্রাণ হারালেন।
৩০ মে সোমবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরী কাজীপাড়া গ্রাম এমন হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ শুনে পুরিশ সেখানে গিয়ে ওই মায়ের মৃতদেহ উদ্ধার করেন।
নিহত মা জাহেদার স্বামীর নাম হবিবর রহমান হবি।
ওই গ্রামের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ছেলে আবুল কালামের স্ত্রী মঞ্জিলা বেগমের সঙ্গে শাশুড়ি জাহেদার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলছিল।
রোববার সন্ধ্যায় তাদের মধ্যে আবার ঝগড়া সৃষ্টি হয়। যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। রাত ১টার দিকে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে কালাম তার মা জাহেদাকে মারপিট ও লাথি মারে। এতে ঘটনাস্থলে মা জাহেদার মৃতু হয়।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনা ভিন্নখাতে প্রবাহে লাশ দড়ির সঙ্গে ঝুলিয়ে রেখে জাহেদার ছেলে ও পুত্রবধূ পালিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই