বইমেলায় সেলফি তোলার হিড়িক
‘বইমেলায় এসে সেলফি না তুললে কি হয়? মেলার উৎসব মুখর পরিবেশের সঙ্গে নিজেদেরকে একাত্ম করার জন্য সেলফি তুললাম।’ বইমেলায় এসে সেলফি তুলে এমন মন্তব্য করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা। বাংলা একাডেমির পুকুর পাড়ে বন্ধুদের ফ্রেমেবন্দি করছিলেন তিনি। রুম্পার মতে এমন অনেককেই বইমেলায় সেলফি তুলতে দেখা গেলো। হাতে নতুন বই না থাকলেও ক্যামেরা ঠিকই আছে। এদের দলে তরুণদের সংখ্যাই বেশি।
বইমেলায় প্রতিদিন অসংখ্যা মানুষ আসেন। এদের বেশির ভাগই মূলত সময় কাটাতে মেলায় আসেন। না এরা একা আসেন না। সঙ্গী-সাথী জুটিয়ে মেলায় বসে জম্পেশ আড্ডা দেন। অন্যদিকে যারা প্রকৃত বইয়ের প্রেমিক, তারা অনেকটা চুপিসারে এসে নিজেদের পছন্দের বই কিনে চলে যান।
অনেকে আবার স্বপরিবারে মেলায় ঘুরতে আসেন। নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র এখন বইমেলা। মেলায় এসে জুতসই জায়গা পেলেই ছবি তোলার খায়েশ জাগে। ছবি তুলতে গিয়ে অন্যদের বিরাগ ভাজন হচ্ছেন কি না সেটা খেয়াল রাখারও সময় কই!
মন্তব্য চালু নেই