বইমেলার অন্যতম আকর্ষন রোমান্টিক উপন্যাস “ধন্য তোমার অভিনয়”
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রোমান্টিক উপন্যাস “ধন্য তোমার অভিনয়”
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাড়া জাগানো সামাজিক প্রেক্ষাগৃহে এক রোমান্টিক উপন্যাস “ধন্য তোমার অভিনয়”। বাংলা একাডেমীর লিটলম্যাগ চত্বরে তুষারধারা’র স্টলে [স্টল-২২ (উন্মুক্ত)] উপন্যাসটি পাওয়া যাচ্ছে।
উপন্যাসটিতে অভিমত দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক ড. মাহফুজুর রহমান আখন্দ সাহেব।
“ধন্য তোমার অভিনয়” উপন্যাসের মধ্যে লেখক তুলে ধরেছেন, গ্রাম বাংলার এক সাধারণ প্রেমিক যুগোলের অসাধারণ প্রেম কাহিনী। তবে উপন্যাসটির ৫ম পর্বে রয়েছ শব্দ ও বাক্য শৈলীর দারুন রোমান্টিকতা। ৮ম পর্বে রচিত হয়েছে প্রেমিক যুগোলের এক নিদারুন ইতিহাস।
মানুষ ভুল করে, ভুল বোঝে, অবশেষে ভুলের অবসান ঘটে। এমনই এক প্রেমিক যুগোল সুমন-সুমি। তাদের প্রেম কাহিনীর শুরুটা ছিল সিনেমার ফ্লিমের মতোই।
তবে বইটির পুরোটা জুড়ে- কোথাও রয়েছে রোমান্টিকতা, কোথাও রয়েছে বিরহের বিষন্নতা, আবার কোথাও রয়েছে মর্মান্তিকতার ঘনঘটা।
এক নজরে “ধন্য তোমার অভিনয়”
গ্রন্থ : ধন্য তোমার অভিনয়
লেখক : এম. এম হাফিজুর রহমান
সম্পাদনায় : আবু রায়হান মিকাঈল ও আকিদুল ইসলাম (আকি)
প্রকাশনা প্রতিষ্ঠান : তুষারধারা
বইয়ের ধরণ : উপন্যাস
প্রচ্ছদ : এম এ জাহিদ
বইয়ের আইএসবিএন নাম্বার : ৯৭৮-৯৮৪-৯০০৪৫-৪-৭
মূল্য : ১২০ টাকা (৪০% কমিশন)
বাঁধাই : বোর্ড বাইণ্ডিং
প্রকাশনার ঠিকানা : তুষারধারা
রুম নং- ৪৪
সেঞ্চুরি আর্কেড (২য় তলা)
১২০ আউটার সার্কুলার রোড
ঢাকা-১০০০।
মেলায় প্রাপ্তিস্থান: লিটলম্যাগ চত্বরে তুষারধারা’র স্টলে [স্টল-২২ (উন্মুক্ত)]
ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি পেতে যোগাযোগ করুন :
মুঠোফোন: ০১৯১২-৮৫২২৭৭, ০১৭২২-৫৭৯৭৬৭
মন্তব্য চালু নেই