ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
বিতস্তা সাহা নামের কলকাতার এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতা শহরের ইএম বাইপাসের পাশে একটি অভিজাত ফ্যাট থেকে মঙ্গলবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘কষ্ট পাই বা আরাম, কী এসে যায় তোর’! আবার কখনও তিনি লিখেছিলেন, ‘মারা গেলেই ভাল হতো’।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্পর্কে টানাপড়েনের জেরে কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বিতস্তা। তার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে অভিনেত্রীর রহস্যমৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কি না, তা-ও পুলিশ খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রের খবর, বিতস্তার হাত এবং পেটে ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ব্লেডও। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। কয়েকদিন আগেই ওই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সূত্র: এবেলা
মন্তব্য চালু নেই