ফ্রান্সের এক আজব রাস্তা, ‘লে প্যাসেজ দে গোই’ সম্পর্কে কয়েকটি তথ্য…

‘লে প্যাসেজ দে গোই’ হল একটি প্রাকৃতিক জলমগ্ন প্যাসেজ। এটি ফ্রান্সের নোইরমৌটিয়ের দ্বীপে অবস্থিত।

এই পথটি প্রায় ৪.১২৫ কিলোমিটার দীর্ঘ।

প্রাকৃতিকভাবেই এই পথটি, প্রতিদিন জোয়ারের সময়ে দু’বার করে জলমগ্ন হয়ে যায়।

তাই কেবলমাত্র ভাটার সময়েই এই পথ ব্যবহারের উপযোগী হয়।

যখন জোয়ার আসে, তখন এই পথ প্রায় ১৩ ফুট জলের তলায় চলে যায়।

দিনে কেবলমাত্র কয়েক ঘন্টার জন্য এই পথ হাঁটাচলা এবং ড্রাইভিং-এর উপযোগী থাকে।

স্থানীয় বাসিন্দা এবং পর্যটক ছাড়াও এই জায়গাটি ঝিনুক প্রেমিকদের কাছে বেশ আকর্ষণীয়।

দিনের যেকোনও সময়ে যেহেতু এই পথ জলমগ্ন থাকে, তাই স্বভাবতই এই পথটি বেশ বিপজ্জনক। কারণ দিনের ঠিক কোন সময়ে জোয়ার এসে পড়বে তা আগে থেকে বোঝা খুবই কঠিন। আর সেকারণেই কিছু সেফটি প্যানেল এখানে লাগানো হয়েছে।

এখানে রয়েছে কতকগুলি উঁচু টাওয়ার। জোয়ারের মধ্যে বিপদ হতে পারে এমন আশঙ্কা করলে সাময়িকভাবে ওইসব টাওয়ারগুলিতে দাঁড়িয়ে বিপদ এড়ানো যেতে পারে।

বিপজ্জনক হওয়া সত্তেও এই পথটি প্রতি বছরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা।

‘লে প্যাসেজ দু গোই’ প্রত্যেক বছরই একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে, যার নাম ‘লেস ফৌলিস দু গোরিস’।



মন্তব্য চালু নেই