ফ্যাশনে হরেক রকমের রিফ্লেক্টর্স
বাইরে যা রোদ, চোখ খুলে তাকানো যাচ্ছে না। তবে এখনও তো সেই গরম পড়েনি। সবে এপ্রিল মাসের শুরু। এরই মধ্যে রোদের যা তেজ। বাইরে যাওয়ার আগে তাই যাবতীয় রোদ এড়ানোর সামগ্রী থাকা চাই। সঙ্গে মাস্ট সানগ্লাস। তবে সাদামাটা সানগ্লাসের বদলে রিফ্লেক্টর্স লেন্সযুক্ত সানগ্লাস এখন খুবই ফ্যাশনেবল। প্রচণ্ড গরমে কুল লুকস পেতে আপনিও বেছে নিতে পারেন নানা রকমের রিফ্লেক্টর্স-
ব্রিজ রিফ্লেক্টর্স : গোলাকৃতি এই ফ্রেমের সঙ্গে রিফ্লেক্টর্স লেন্সযুক্ত এই সানগ্লাস এখন খুবই জনপ্রিয়।
রাউন্ড রিফ্লেক্টর্স : গোলাকৃতি ফ্রেমের রিফ্লেক্টর্স আপনাকে দেবে ক্যাজুয়াল লুকস।
ডাবল-ফ্রেম রিফ্লেক্টর্স : সবকিছুতেই আপনি যদি একটু বেশি ফ্যাশনেবল হয়ে থাকেন, তবে এই রিফ্লেক্টর্স ব্যবহার করতে পারেন। ডাবল ফ্রেমযুক্ত রিফ্লেক্টর্স সকলের মাঝে নজর কাড়বে।
মেটাল অ্যাভিয়েটর রিফ্লেক্টর্স : মেটালের রিফ্লেক্টর্স এখন খুবই জনপ্রিয়। তার মধ্যে এটি অন্যতম।
রেট্রো রিফ্লেক্টর্স : এই গরমে ট্রাই করতে পারেন রেট্রো স্টাইল। মানানসই ড্রেসের সঙ্গে পরে নিতে পারেন রেট্রো স্টাইলের রিফ্লেক্টর্স।
আই ক্যাট রিফ্লেক্টর্স : ক্যাট আই স্টাইলের চশমার ফ্রেম কি আপনার পছন্দের? তবে বেছে নিতে পারেন ক্যাট ফ্রেম ও গোল্ড-রোজ় লেন্সের রিফ্লেক্টর্স।
ক্লাবমাস্টার রিফ্লেক্টর্স : মোস্ট ক্যাজ়ুয়াল লুকস পেতে পরতে পারেন ক্লাবমাস্টার রিফ্লেক্টর্স।
মন্তব্য চালু নেই