ফোরহেড ব্যান্ড এখন স্টাইলে নতুন যোগ
হেয়ার ব্যান্ড পরা নেহাতই এখন ওল্ড ফ্যাশন। হেয়ার ব্যান্ড দিয়ে চুলের স্টাইল আজকাল কেউ করে না বললেই চলে। তবে ফ্যাশনে এখন ফোরহেড ব্যান্ড। মা-খালাদের সেকেলে যুগে ছিল কপালের টায়রা। সেটাই এখন ফোরহেড ব্যান্ড। হালকা পুঁথি, স্টোন দেওয়া চেন কারও কপালে, আবার ফুলের ব্যান্ড দিয়েও আপনি সাজতে পারেন এমন সাজে – ডিস্কো : কপালে ঝকমকে এক ফোরহেড ব্যান্ড যে কেউই চাইলে পরতে পারেন। এখন এই ব্যান্ড বেশ জনপ্রিয়। বন্ধুদের সঙ্গে পার্টিতে একটি ব্যান্ডে আপনাকে খুব ফ্যাশনেবল দেখাবে। বোহো : আপনার মনটা কি ফুলের মতো সুন্দর! তবে বিশেষ অনুষ্ঠানে পরতে পারেন ফ্লোরাল ব্যান্ড। আভিজাত্য : নিজের লুকসকে আভিজাত্যময় করে তুলতে পরতে পারেন ডায়মন্ড ও মুক্তোযুক্ত ফোরহেড ব্যান্ড। মিনিমাল : বেশি ঝকমকে সাজগোজ পছন্দর না হলে পরতে পারেন হালকা ব্যান্ড। সুন্দর একটি ড্রেসের সঙ্গে সরুচেনের ব্যান্ড ভালোই দেখাবে।
মন্তব্য চালু নেই