ফোনে বিরক্ত, যুবককে ল্যাংটা করে পেটালেন নারীরা

ফোন করে নারীদের বিরক্ত করতো এক যুবক। শুধু তাই নয়, অশ্লীল মেসেজও পাঠাতো। এই অভিযোগে ওই যুবককে মেরে নগ্ন করে রাস্তায় ঘুরলেন বিক্ষুব্ধ নারীরা।
শনিবার ভারতের মহারাষ্ট্রের থানেতে ঘটনাটি ঘটেছে। তবে অভিযুক্ত ওই যুবকের নাম জানা যায়নি।
জানা গেছে, অভিযুক্ত ওই যুবক বিভিন্ন অপরিচিত নারী কিংবা তরুণীর ফোন নম্বর সংগ্রহ করতো। পরে ওইসব ফোন নম্বরে একের পর এক অশ্লীল মেসেজ ও ছবি পাঠাতো অভিযুক্ত যবিক। শুধু তাই নয়, ফোন করে বিরক্তও করতো অপরিচিত নারীদের।
অবশ্য এ নিয়ে পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপর টোপ দিয়ে গতকাল শনিবার ওই যুবককে ধরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নারী কর্মীরা।
তারপর তাকে উলঙ্গ করে গণধোলাই দেয়া হয়, সেই সঙ্গে রাস্তায় রাস্তায় ঘোরানোও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুবককে উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়।
মন্তব্য চালু নেই