ফেসবুক স্ট্যাটাস না দিয়ে যাবেন কোথায় !
ফেসবুকে কী স্ট্যাটাস দিবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই, এখন থেকে কী স্ট্যাটাস দিবেন, সেটি জানিয়ে পরামর্শ দেবে ফেসবুক নিজেই। ফলে কষ্ট করে স্ট্যাটাসের বিষয়বস্তু নিয়ে আপনাকে ভাবতে হবে না।
পরীক্ষামূলকভাবে চালু করা এই ফিচারটি স্ট্যাটাস আপডেট করার সময় স্ট্যাটাস বক্সে বিভিন্ন টপিক নিয়ে সাজেশন দেবে যেখান থেকে পছন্দের বিষয়টি বেছে নেওয়া যাবে। তবে সীমিত কিছু ব্যবহারকারী পাচ্ছেন এই ‘সাজেস্টেড টপিক’ নামের ফিচারটি।
স্ট্যাটাস আপডেট নিয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আগেকার বিভিন্ন স্ট্যাটাস এবং ইন্টারেস্টের উপর নির্ভর করবে ফেসবুক। বর্তমানে নিউজ ফিড নিয়ে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। একজন ব্যবহারকারীর জন্য ফেসবুককে আকর্ষণীয় করে তোলাই এর মূল লক্ষ্য বলে ফেসবুক জানিয়েছে।
আর তাই এবার আপনাকে ফেসবুকে স্ট্যাটাস দিতেই হবে!
মন্তব্য চালু নেই