ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় রিঅ্যাকশন লাভ
ফেসবুককে উপভোগ্য করে তুলতে গত বছর প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের পোস্টে লাইক বাটনের সঙ্গে নতুনভাবে লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংগ্রি ইমোটিকন যোগ করে। এই রিঅ্যাকশন বাটনগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় লাভ রিঅ্যাকশন।
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এক বছর আগেও আমরা বন্ধুদের পোস্টে শুধু লাইক ছাড়া কিছুই দিতে পারতাম না। আর এখন বিভিন্ন পোস্টে এরই মধ্যে প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন রেকর্ড করা হয়েছে। ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় রিঅ্যাকশন হচ্ছে লাভ। সর্বমোট ব্যবহারকৃত রিঅ্যাকশনের মধ্যে এটি ব্যবহারের সংখ্যা অর্ধেকের বেশি।
রিঅ্যাকশন ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মেক্সিকো। এরপর আছে চিলি, সুরিনাম ও গ্রিস।
রিঅ্যাকশন বাটনগুলো চালু করার পর ১৮০ কোটিরও বেশি ব্যবহারকারী এখন তাদের মনোভাব আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দে প্রকাশ করতে পারছেন বলেও জানায় ফেসবুক।
এ ছাড়া ভুয়া খবর প্রতিরোধে ডিসপিউটেড ট্যাগ চালু করেছে ফেসবুক। আপাতত শুধু যুক্তরাষ্ট্রেই ফিচারটি চালু করেছে ফেসবুক। তবে সেখানেও সেটি সবার জন্য উন্মুক্ত নয়। ব্যবহারকারী বা ফেসবুকের নিজস্ব সফটওয়্যার কোনো খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করলে তার সত্যতা যাচাই করতে নির্দিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে।
মন্তব্য চালু নেই