ফেসবুকে সন্তান বিক্রির বিজ্ঞাপন দিলেন মা!
যুক্তরাষ্ট্রের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৪৫ শতাংশ ছাড়ে দুটি শিশু বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের টেন্নিসসি শহরের মেমফিস এলাকার ফেসবুক ব্যবকারী জাটন জাস্টসিলি জাইবাবি এ বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপন প্রকাশের পর থেকে তার অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। বৃহস্পাতিবার বিজ্ঞাপনটি প্রকাশের পর শুক্রবার থেকে মেমফিস পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছে।
প্রকাশিত কিজ্ঞাপনে দেখা যায়, কসটেপ দিয়ে শিশু দুটির মুখ ও হাত বাঁধা রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, তারা খুবই খারাপ। এজন্য ৪৫ শতাংশ ছাড়ে তাদের বিক্রি করা হবে।
জানা গেছে, বিজ্ঞাপনটি শিশু দুটির মা দিয়েছে।
টেন্নিসির শিশু সেবা বিভাগ বলছে, পরিবারটির বিরুদ্ধে তদন্ত পরিচালনার করার আগে আরো গবেষণা করা প্রয়োজন। কারণ, এখানে খুব কম তথ্য রয়েছে।
ফেসবুকে সমালোচনার পর শিশু দুটির খালা ডেরিওন কিং তার ফেসবুকে লিখেছেন, ‘এটি আসলে একটি সত্যিকার রসিকতা।’
তিনি আরো লিখেছেন, ‘আমাদের পরিবারে শিশুদের পাগলের মতো ভালোবাসা হয়। তারা আমাদের পরিবারে খুবই নিরাপদ ও ভালোসাবায় আছে।’
মন্তব্য চালু নেই