ফেসবুকে শাকিরার রেকর্ড, জাকারবার্গের অভিনন্দন

বিশ্বে সাড়া জাগানো কলম্বিয়ান পপ তারকা শাকিরার ফেসবুকের ফ্যানপেজটি এমন যে, সেটি যদি একটি দেশ হতো তাহলে জনসংখ্যার দিক দিয়ে এটি হতো বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ!

তার ফেসবুক পাতায় যতজন ভক্তের লাইক আছে এর চেয়ে বেশি জনসংখ্যা আছে বিশ্বের মাত্র ১১টি দেশের। এমনই এক রেকর্ড করলেন শাকিরা। সম্প্রতি ফেসবুকে তার ভক্তসংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তিনিই সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া শিল্পী। এ প্রসঙ্গে বিশ্বকাপ মাতানো এ সংগীতশিল্পী এক বার্তায় বলেছেন, তিনি সম্মানিত ও গর্ববোধ করছেন। ফেসবুক শিল্পী ও ভক্তদের মধ্যে সেতুবন্ধন গড়ে দিয়েছে।

এ উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও অভিনন্দন জানিয়েছেন শাকিরাকে।



মন্তব্য চালু নেই