ফেসবুকে বেশি সময় কাটালেই কি মিলবে দীর্ঘয়ু ? কী বলছে নয়া গবেষণা?

ফেসবুকে দিনের অধিকাংশ সময় অতিবাহিত করেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় আজকের দিনে। তবে স্যোশাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত সময় কাটানো কতটা প্রভাব ফেলছে আমাদের নিত্য জীাবনে?

সামাজিক যোগাযোগমাধ্যমগুলির অতিরিক্ত ব্যবহারের ফলে কি আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে? এ বিষয়েই সম্প্রতি মতামত জানিয়েছেন একদল গবেষক। যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির পরিমিত ব্যবহার আয়ুষ্কাল বাড়াতে ভূমিকা রাখে, যদি সে ব্যবহারের ফলে বাস্তব জীবনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

গবেষক উইলিয়াম হবসের মতে, অনলাইনে আলাপচারিতা স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হতে পারে যদি তা পরিমিত পর্যায়ের হয়। অনেক সময় অফলাইনেও এর প্রতিফলন দেখা যায়। অর্থাৎ সে সম্পর্কটি যদি অফলাইনেও একই রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া যুক্ত হয়, তবে ভালই। অন্যদিকে বাস্তব জীবনের সম্পর্ক ব্যতীত যাঁরা অনলাইনে অনেক সময় ব্যয় করেন, তাঁদের ক্ষেত্রে এর ফলাফল হয় নেতিবাচক। তাঁদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আসক্তি বরং মৃত্যু ত্বরান্বিত করে।



মন্তব্য চালু নেই