ফেসবুকে বিড়ম্বনা, জাকারবার্গের দুঃখ প্রকাশ
সম্প্রতি দুই দফায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে বিড়ম্বনা দেখা দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
প্রযুক্তি ত্রুটিতে লগইন করতে না পারা কোটি কোটি গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে জাকারবার্গ বলেন, “বৈশ্বিক এই ভোগান্তির জন্য আমি দুঃখিত, সত্যি দুঃখিত।”
কনফিগারেশনগত ত্রুটিকে ওই বিড়ম্বনার কারণ বলে জানিয়েছে ফেসবুক। নিত্য নতুন সেবা চালু করতে গিয়ে এরকম ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে সামাজিক মাধ্যমটি।
মন্তব্য চালু নেই