ফেসবুকে বার্সার ১০০ মিলিয়ন ভক্ত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্ক ফেসবুকে বার্সেলোনার ভক্ত ১০০ মিলিয়ন (১০ কোটি) ছাড়িয়ে গেছে। রবিবার এ মাইলফলক স্পর্শ করে স্প্যানিশ জায়ান্টরা।
১০ কোটির অধিক ভক্ত বার্সার অফিসিয়াল ফেসবুক পেজে ‘লাইক’ দিয়েছেন। এতোসংখ্যক ফলোয়ার ১ হাজার বারেরও বেশি ক্যাম্প ন্যু পূরণ করতে পারবেন! বার্সা ভক্তরা যদি একটি দেশের হন তবে এটি হবে বিশ্বের ১৪তম জনবহুল। মিশর, জার্মানি, তুরস্ক ও যুক্তরাজ্যের চেয়েও বেশি!
২০০৯ সালের অক্টোবরে ফেসবুকে যুক্ত হওয়ার পর থেকেই বার্সার অগ্রগতি অব্যাহত। দ্রুতই বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস পেজগুলোর মধ্যে জায়গা করে নেয়। মাঠে দলের অর্জনের মধ্য দিয়েই এমন উত্থান। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আগেই ১০০ মিলিয়নের ঘরে প্রবেশ করেছে।
বিশ্বের বৃহত্তম সোস্যাল মিডিয়া সাইট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১,৮৬০ মিলিয়নের অধিক। স্বাভাবিকভাবেই ক্লাবের প্রধান টার্গেট এটি। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এল ক্লাসিকোর সময় থেকে ভক্তদের আরও ভালো কিছুর অভিজ্ঞতা দিতে ৩৬০ ডিগ্রি ভিডিও ও ফেসবুক লাইভের মধ্য দিয়ে কৌশলে পরিবর্তন আনে বার্সা।
বার্সার সবচেয়ে বেশি ভক্তের দেশ ইন্দোনেশিয়া, মেক্সিকো ও ব্রাজিল। এরপরেই রয়েছে মিশর, ভারত ও যুক্তরাষ্ট্র। এটাও ভুলে যাওয়া চলবে না যে, ফেসবুকের অন্যান্য অ্যাকাউন্টে বার্সার আরও ৩০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এর মধ্যে ওমেন’স ফুটবল, ইয়ুথ ফুটবল, ফাউন্ডেশন ও ক্লাব সাপোর্টারস পেজ।
মন্তব্য চালু নেই