ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করলেন বাবা
ফরিদপুরে অজ্ঞাতনামা হিসেবে লাশ দাফন হওয়ার এক দিন পর ফেসবুকে ছবি দেখে এক ব্যক্তির লাশ শনাক্ত করেছেন তার বাবা।
সোমবার ফরিদপুরের একটি সড়ক থেকে গলায় গামছা পেঁচানো ২৪ বছর বয়সী একজন যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চরভদ্রাসন থানার পুলিশ। অজ্ঞাতনামা হিসাবে পরদিন তাকে দাফন করা হয়।
নিহত ব্যক্তির নাম সৈয়দ বাবর আলী (২৪)। তিনি ফরিদপুর সদরের রঘুনন্দনপুর মহল্লার বাসিন্দা ছিলেন।
স্থানীয় কয়েকজন সাংবাদিকের ফেসবুক পাতায় অজ্ঞাতনামা হিসাবে ওই যুবকের মৃতদেহের ছবি দেয়া। বাবর আলীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (কনস্টেবল) সৈয়দ আলমগীর হোসেন ফেসবুকে লাশের ছবি দেখার পর চরভদ্রাসন থানায় গিয়ে পুলিশের তোলা ছবির সঙ্গে মিলিয়ে দেখেন। এরপর সেটি তাঁর ছেলে বাবরের লাশ বলে শনাক্ত করেন।
সৈয়দ আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, স্থানীয় একটি কলেজের ছাত্র বাবর আলী সোমবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত সংবাদমাধ্যমকে জানান, ওই তরুণকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
মন্তব্য চালু নেই