ফেসবুকে ঘুরছে চতুর্থ শ্রেণির ছাত্রের নির্বাচনী পোস্টার!

পোস্টারটি দেখলেই প্রথম ঝলকে মনে হয়তে পারে বুঝি কোনো জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় প্রতিনিধি নির্বাচনের পোস্টার। চোখ একটু কাছে নিয়ে গেলে বিষ্ফোরিতও হতে পারে। কেননা এটা কোনো বড় ধরনের বা ক্ষুদ্র কোনো নির্বাচনীও পোস্টার নয়। তাহলে কিসের পোস্টার? সেজন্যই তো প্রথমেই বললাম, ‘বিষ্ফোরিতও হতে পারে। ‘

একটু প্রাইমারি স্কুল লেভেলের কথা ভাবি, আমরা তখন এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠলে নতুন বইয়ের গন্ধ নেওয়ার জন্য উদ্গ্রীব থাকতাম। নতুন বই পেয়ে গেলেই স্যার, আপা ( প্রাথমিক বিদ্যালয়ে ম্যাডামদের আপা’ই ডাকা হয়। তারপরে ক্লাসের এক রোল কিংবা তার অপারগতায় দুই রোলকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করে দেন স্যার আপারা। সেভাবেই একজন ক্লাস ক্যাপ্টেন হয়ে যায়। এই গল্পটা করার কারণ হলো, যে পোস্টারটি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা হলো এক প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের পোস্টার। এই পোস্টার দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

পোস্টারে লেখা রয়েছে, কামারগাওঁ আব্দুল বারী খান প্রাথমিক বিদ্যালয় ক্যাপ্টিন নির্বাচন। শ্রেণি চতুর্থ, শাখা-গোলাপ, রোল-০২। মাহমুদুর রহমান অনিককে টিফিন বক্স মার্কায় ভোট দিন। টিফিন বক্স মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সহপাঠী বন্ধু-বান্ধবী, এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের সেবা করার সুযোগ দিন।

পোস্টারটি আসলে কেন করা হয়েছে, কিংবা অদৌ সত্য কি না তা জানা যায় নি। তবে সৌদি প্রবাসী ফারুখ আহমেদ পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নেতৃত্বের প্রশিক্ষণ এখন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হচ্ছে । আশা করছি তা সংসদে গিয়ে শেষ হবে। ‘



মন্তব্য চালু নেই