ফেসবুকে একান্ত আলাপ গোপন রাখার নতুন উপায়
এবার ফেসবুক নিয়ে এসেছে নতুন ইটুই এনক্রিপশন। যাতে আপনি বিশেষ বন্ধুর সাথে যে কথা বলেছেন তা কেউ জানবে না। আপনি চানও না বিষয়টি কেউ জানুক। এর সমাধান দিবে ফেসবুক। এই বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা হয়েছিল। আর এবার নিজস্ব ম্যাসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক।
ফেসবুক জানায, মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ মেসেজকে নিরাপদ রাখতে পারবেন৷
এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে মেসেজ৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে। যদিও এই এনক্রিপশন কেবল একজন থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে৷
ফেসবুক কর্তৃপক্ষ, গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না । অ্যান্ড্রয়েড এবং আইফোনে এ পরিসেবা পাওয়া যাবে ।
মন্তব্য চালু নেই