ফেল করেও দেয়া যাবে পাবলিক পরীক্ষা

নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করলেও শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় (এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএস) অংশ নিতে পারবে। তবে সে ক্ষেত্রে রয়েছে একটি শর্ত, তা হলো ক্লাসে উপস্থিত থাকার হার ৭০ শতাংশ হতে হবে।

গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক পরিপত্র জারি করেছে। তবে সেটি প্রকাশ করা হয় আজ মঙ্গলবার।

পরিপত্রে বলা হয়েছে, কিছু সংখ্যক বিদ্যালয় শতভাগ পাস অথবা ভালো ফলাফল দেখানোর জন্য নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ছাটাই করে। এছাড়া অসুস্থতা, দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় কিছু পরীক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারে না। এ ধরনের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষা থেকে বিরত রাখা সরকারের কাম্য নয় বলেও উল্লেখ করা হয়েছে পরিপত্রে।



মন্তব্য চালু নেই