ফের সালমানে মগ্ন ক্যাট!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নাকি ফের সালমান খানে মগ্ন হয়েছেন। আপাতত এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

তিনি নাকি সমস্যায় পড়ে সালমানে সাহায্য চেয়েছেন এবং সালমানও তার সাহায্যে এগিয়ে এসেছেন।

এ ঘটনায় অনেকেই মন্তব্য করেছেন, সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয়ে এ বিষয়ে ক্যাটরিনা একটি বই লিখতে পারেন। দীর্ঘদিন আগে সালমানের সঙ্গে সম্পর্কের পাঠ চুকে গেলেও তিনি তা জিইয়ে রেখেছেন এবং সম্প্রতি সাহায্য চাওয়ার মধ্য দিয়ে তা আবার চাঙ্গা হয়ে উঠেছে।

গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তবে কি ফের সালমানে মগ্ন হয়ে পড়েছেন? তাছাড়া সালমানের সঙ্গে ক্যাটের যে নিয়মি যোগাযোগ হয়, এ ঘটনার মধ্য দিয়ে তা আবার প্রমাণিত হলো।

সম্প্রতি বলিউডের মেক-আপ আর্টিস্টরা ক্যাটের মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে ক্ষেপে যান। তিনি যে মেকআপ আর্টিস্টকে ব্যবহার করেন তিনি বিদেশি এবং মেকআপ আর্টিস্টদের অ্যাসোসিয়েশনে যুক্ত নন। তাই তাকে দিয়ে কাজ না করাতে তারা দাবি তোলেন। কিন্তু ক্যাট যখন এ বিষয়ে সালমানের সাহায্য চান ঠিক তারপর থেকেই নাকি সবার মুখ বন্ধ।

২০০৩ সালে বলিউডে পা রাখার পর থেকেই সালমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান ক্যাট। ২০১০ পর্যন্ত তারা প্রেম রোমান্স চালিয়ে যান। এ বিষয়ে অবশ্য ক্যাট বলেন, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, তবে এখনও আমরা বন্ধু।



মন্তব্য চালু নেই