ফের সংবাদ সম্মেলনে আসছেন সেলিম ওসমান
ধর্মীয় অবমাননার অভিযোগ এনে স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় চলছে তখন দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনে আসছেন নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত সংসদ সদস্য সেলিম ওসমান। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি ওই দিনের ঘটনার প্রেক্ষাপট এবং সেদিন কী ঘটেছিল তা ‘তথ্য-প্রমাণসহ’ তুলে ধরবেন বলে জানিয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠা এবং নানা মহল থেকে বিচারের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান। সেখানে তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্যপ্রমাণ আছে বলেও সাংসদ দাবি করেন।
তবে এই সংবাদ সম্মেলনের পর ওই শিক্ষক মিডিয়ার কাছে দাবি করেন, তাকে সাংসদই কানে ধরে উঠবস করিয়েছেন। শিক্ষকের বক্তব্যের জবাব দিতেই ফের সংবাদ সম্মেলন ডাকলেন নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের এই সদস্য।
মন্তব্য চালু নেই