ফের শ্রীলঙ্কা দলে মালিঙ্গা

প্রায় একবছর পর শ্রীলঙ্কার জাতীয় দলে ফিরলেন লাসিথ মালিঙ্গার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-‌টোয়েন্টি সিরিজে খেলার জন্য শ্রীলঙ্কা দলে রয়েছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল মালিঙ্গাকে। টি-‌টোয়েন্টি ম্যাচে। আর একদিনের ম্যাচে শেষবার নেমেছিলেন ২০১৫ সালে‌র নভেম্বরে।

মাঝখানে এতদিন মাঠের থাকার পেছনে চোট পাওয়াটাই ছিল প্রধান কারণ। তবে অনেকের অভিমত, আধুনিক শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে যারা এখন আছেন সেই সুমাথিপালার সঙ্গে তেমন বনিবনা নেই মালিঙ্গার। সেটাও তার জাতীয় দলের দরজা বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল মনে করা হচ্ছে।



মন্তব্য চালু নেই