ফের যুক্তরাষ্ট্রে চলে গেলেন মোনালিসা
দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা আবারো যুক্তরাষ্ট্রে চলে গেলেন সোমবার। যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
লিখেছেন, আমার বলার কিছুই নেই। আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং ভক্তদের অনেক মিস করব। বাংলাদেশকে ভালোবাসি। শিগগির দেখা হবে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে কিকো মিলানো নামে একটি কসমেটিকস ব্র্যান্ডের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন মোনালিসা। হঠাৎ করেই তিনি দেশে ফেরেন গত ৫ এপ্রিল।
দেশে ফিরে বলেন, যুক্তরাষ্ট্রে তাঁর আবারো যাওয়ার কথা রয়েছে। তবে সিদ্ধান্ত বদলও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করতে পারেননি জনপ্রিয় এই মডেল। হঠাৎ করে আবারো যুক্তরাষ্ট্রে চলে গেলেন তিনি।
এদিকে, এবার বিভিন্ন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় মোনালিসা অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। দেশে ফেরার পরই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। এবারের ঈদে প্রচারিত তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘অ্যাভারেজ আসলাম’, ‘মিস্টার পারফেকশনিস্ট’, ‘ফিনিক্স ফ্লাই’ ও ‘আন্তর্জাতিক মামা’। নাটকগুলোতে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, সজল, ইমন, সাজু খাদেম প্রমুখ।
মন্তব্য চালু নেই