ফের মোবাইল অ্যাপ নিয়ে আসছেন সানি লিওন
বলিউডের বড় পর্দা, ছোট পর্দা কাঁপিয়ে এবার মোবাইলের পর্দা কাঁপাতে আসছেন জনপ্রিয় পর্নস্টার সানি লিওন। ভক্তদের ঝটকা দিতে নিজের অফিশিয়াল অ্যাপ শুরু করতে চলেছেন সানি লিওন।
এই খবরটি নিজেই টুইটারে জানিয়েছেন সানি।
পাঁচদিন পরেই নতুন এই অ্যাপ বাজারে আসবে। তবে কী থাকবে সেই অ্যাপে তা জানতে এই পাঁচদিন অপেক্ষা করতে হবে সানিভক্তদের। কারণ এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি এই সুপারস্টার।
ফের মোবাইল অ্যাপ নিয়ে আসছেন সানি লিওন2
এর আগে, ২০১৪ সালেও নিজের অ্যাপ বাজারে এনেছিলেন সানি লিওন। সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল অ্যাপটি। মাত্র এক মাসে তিন লাখ মানুষ ডাউনলোড করেছিলেন। প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে অবশ্য সেই অ্যাপ বন্ধ হয়ে যায়। সূত্র : আনন্দবাজার।
মন্তব্য চালু নেই