ফের ব্রাজিলের কোচ হচ্ছেন দুঙ্গা!

ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা ফের ব্রাজিল ফুটবল দলের কোচ হতে পারেন!

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ ও চিলিয়ান ট্যাকটিশিয়ান ম্যানুয়েল পেলেগ্রিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে মুখের ওপর ‘না’ বলার পর দলটির কোচিং পদে অভিষিক্ত হওয়ার দৌঁড়ে সবার আগে অবস্থান করছেন দুঙ্গা।

ব্রাজিলের স্থানীয় একটি পত্রিকার বরাতে জানা যায়- দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে কোচ হওয়ার জন্য প্রাথমিক কথাবার্তা চলছে নাকি ৫০ বছর বয়সী দুঙ্গার। সেক্ষেত্রে নেইমারদের দায়িত্ব পেলে দ্বিতীয় মেয়াদে স্বদেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন দুঙ্গা।

এর আগে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন দুঙ্গা। সেই মেয়াদে তার অধীনে সেলেসাওরা ৬০টি ম্যাচ খেলে ৪২টিতে জয় তুলে নেয়। যখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর বহিস্কারের আগে দলকে ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের কনফেডারেশনস কাপ জেতান তিনি।



মন্তব্য চালু নেই