ফের বাবা হলেন মেসি

ফের বাবা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়বারের মতো আরো একটি পুত্র সন্তান জম্ম দিয়েছেন তার স্ত্রী অ্যান্তোলিনা।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্সেলোনার অফিশিয়াল বার্সাস্টাফ মেসি এবং অ্যান্তলিনার এই সুসংবাদ ভক্তদের উদ্দেশ্যে জানায়। সঙ্গে জানিয়েছেন অভিব্যক্তি, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হলাম। সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন, বেঞ্জামিন মেসি।তার বড় ছেলের নাম থিয়াগো মেসি।

থিয়াগো মেসির জন্ম হয় ২০১২ সালের ২ নভেম্বর।মজার ব্যাপার, মেসির বন্ধু ও সতীর্থ সার্জিও অ্যাগুয়েরোর ছেলের নাম বেঞ্জামিন অ্যাগুয়েরো! আবার বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজের ছেলের নামও বেঞ্জামিন সুয়ারেজ!



মন্তব্য চালু নেই