ফের ছিনতাইয়ের শিকার জাবি ছাত্র
শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৪তম ব্যাচের মো. আসাদুজ্জামান ও রিয়াজুল করিম শুভ্র ছিনতাইয়ের শিকার হয়েছেন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংল্গ্ন গেটের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন,সাভার যাওয়ার পথে ৩জন সন্ত্রাসী অস্ত্র ও রামদা ঠেকিয়ে আমাদেরকে জিম্মি করে দুটি ব্যাগ, ৩টি মোবাইল, দুটি মানিব্যাগ নিয়ে যায়। এসময় জিনিস পত্র না দিলে প্রাণনাশের হুমকি দেয় তাদেরকে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে গত ২৩ জুন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৪তম ব্যাচের ফয়সাল আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের আব্দুর রহমান এ ছিনতাইয়ের শিকার হন।
এ সময় তাদের সাথে থাকা একটি ল্যাপটপ, ৩টি মোবাইল, ৬ হাজার টাকা এবং ঈদ উপলক্ষে কেনা জামা-কাপড় ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রক্টর তপন কুমার সাহা বলেন,”লিখিত অভিযোগ পেলে ব্যবস্হা গ্রহণ করা হবে। “তিনি আরও বলেন আগামীকাল রেজিস্টারের সাথে এ বিষয় নিয়ে আলাপ করে গার্ড বাড়ানোর পদক্ষেপ নিবেন। ঢাকা-আরিচা মহাসড়কের এমএইচ হল গেট সংলগ্ন এলাকায় বারবার ছিনতায়ের ঘটনা ঘটার কথা উল্লেখ করলে তিনি ঐ রোড়ে ছাত্র-ছাত্রীদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন।
মন্তব্য চালু নেই