ফের গুলি ফিরিয়ে মানুষের জীবন বাঁচাল আইফোন

আবারও মানুষের জীবন বাঁচাল আইফোন। এবার আলোচনার কেন্দ্রে আইফোন-৫এস। সোমবার ক্যালিফর্নিয়ার এক ছাত্রের জীবন বাঁচাল সদ্য কেনা আইফোনটি।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গোটা রাত গবেষণা করে বাড়ি ফেরার সময় ল্যাপটপ সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়েছিল ২৪ বছরের এক ছাত্র। এর পর বিশ্ববিদ্যালয়ের বাইরেই এক দুষ্কৃতী তাঁর ল্যাপটপটি কেড়ে নিয়ে পালাতে যায়। ল্যাপটপ কাড়তে না পেরে গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই পড়ে যান ওই ছাত্র।

পরে দেখা যায়, গুলি গিয়ে লেগেছে ছাত্রের বুকের আইফোনে। আইফোনে লেগে গুলি ফিরে গিয়েছে। তবে আইফোনটির অবস্থা যে সঙ্গিন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এটাই প্রথম নয়। কিছুদিন আগেই শিকাগোতে একটি আইফন৫ ফোন এক ব্যক্তিকে গুলি লাগার হাত থেকে বাঁচিয়েছিল।



মন্তব্য চালু নেই