ফের ‘আফ্রিদি’র বিরুদ্ধে অভিযোগ করলেন, কোচ ওয়াকার ইউনিস

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বিপদে পড়েছেন পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। একের পর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। এবার তার বিরুদ্ধে নতুন অভিযোগ কোচ ওয়াকার ইউনিস।

য়াকার বলেছেন, শুধু টি-২০ বিশ্বকাপই নয়, এশিয়াকাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না। দুটি টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে তাঁর মধ্যে কোনো হেলদোলই ছিল না। শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সবসময় থাকতেন না আফ্রিদি।

ওয়াকার আরো বলেছেন, দলের সিনিয়র ব্যাটসম্যান মহম্মদ হাফিজ টিম ম্যানেজমেন্টের কাছে চোট লুকিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাফিজ চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানাননি। এরফলে শেষ মুহূর্তে তাকে বাদ দিতে হয়।



মন্তব্য চালু নেই