ফেব্রুয়ারিতে আসছে নতুন মোবাইল ওএস

স্মার্টফোনের বাজারে আইওস, অ্যান্ড্রয়েড এবং ফায়ারফক্সের পর এবার আসছে আরেক অপারেটিং সিস্টেম। চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাজারে আনছে এটি।
এটির নাম হবে ‘অক্সিজেন ওএস’। অবশ্য এটিকে একেবারে নতুন অপারেটিং সিস্টেম বলা যাচ্ছে না। কারণ মূলত অ্যান্ড্রয়েডকেই নিজস্ব আদলে আরো বেশি কাস্টমাইজেবল করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি এটি চীনের বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগেও তারা ঘোষণা দিয়েছিল, এমন একটি ফোন সেট বাজারে ছাড়বে যেটির অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সুবিধামত কাস্টমাইজ করে নিতে পারবে। কিন্তু সেই প্রকল্প আলোর মুখ দেখেনি।
২০১৩ সাল থেকে চীনের বাজারে কনজুমার ইলেকট্রনিক্স নিয়ে ব্যবসা করছে ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটির তৈরি মোবাইল অনেকটা ক্লাসিক্যাল ঘরানার।



মন্তব্য চালু নেই