ফেইসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
তথ্য প্রযুক্তির কল্যাণে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাড়ছে ব্যবহারীর সংখ্যা তবে এ মাধ্যমটির যেমন অনেক সুবিধা আছে তেমনি রয়েছে অনেক বিড়ম্বনাও। যেমন প্রতিদিন সকালে ফেইসবুক নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীদের জানিয়ে দেয় গত কয়েক বছর ধরে এ দিনে কি ঘটেছিল। কোন স্ট্যাটাস বা ছবি শেয়ার করেছিলেন সে সম্পর্কে জানা যায় এ নোটিফিকেশন থেকে।
এতে পুরানো অনেক স্মৃতি নতুন করে আনন্দ বা বেদনার জন্ম দেয়। তবে কেউ এসব নোটিফিকেশনকে বিরক্তির কারণ হিসেবে মনে করলে তা বন্ধ করতে পারবেন।
যেভাবে ফেইসবুকের স্মৃতিচারণমূলক নোটিফিকেশন বন্ধ রাখবেন তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ফেইসবুকে লগইনের পর আপনাকে এ ঠিকানায় যেতে হবে। https://www.facebook.com/onthisday
সেখানে আজকের দিনে বা গত বছর কিংবা এর আগের বছরগুলোতে ফেইসবুকে আপনি যেসব পোস্ট দিয়েছেন বা শেয়ার করেছেন তা দেখতে পাবেন।
এখন আপনি প্রতিদিনের নোটিফিকেশন বন্ধ করতে চাইলে ‘notifications’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর তিনটি অপশন দেখা যাবে। যেখান থেকে ‘all memories’ নিবার্চন করলে প্রতিটি ঘটনা নোটিফিকেশন আকারে জানাবে ফেইসবুক।
‘Highlights’ নির্বাচন করলে আগের সবচেয়ে উল্লেখ্যযোগ্য ঘটনাগুলো নোটিফিকেশন আকারে জানাবে। আর যদি ‘none’ নির্বাচন করেন তাহলে কোনো নোটিফিকেশন আসবে না।
তাই যদি আপনি প্রতিদিন এ স্মৃতিচারণমূলক নোটিফিকেশনে বিরক্ত হয়ে থাকেন, তাহলে ‘none’ নির্বাচন করে দিলেই হবে।
মন্তব্য চালু নেই