ফুলবাড়ীতে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার ১০০জন হতদরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। পল্লীশ্রী ফুলবাড়ী ইউনিট অফিস চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থান ইউনিট ম্যানেজার শিখা রাণী দত্ত।

এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহকারি গ্রুপ লিডার মাহফুজুর রহমান, উপ-গ্রুপ লিডার মানিক উদ্দিন ও পল্লীশ্রীর মনিটরিং কর্মকর্তা তৌহিদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল। শেষে উল্লেখিত সংখ্যক হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিকে আমেরিকা প্রবাসী প্রকৌশলী মোশাররফ হোসেন বাবু’র ব্যক্তিগত উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় হাই কেয়ার স্কুলের ২৬ জন শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রকৌশলী মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক নাজিম উদ্দিন মন্ডল, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ, প্রভাষক হাসানুজ্জামান লাভলু প্রমুখ।



মন্তব্য চালু নেই