‘ফুটবল পুরুষ মানুষের খেলা’
কাল বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে ৮৩ মিনিটের মাথায় অ্যাটলেটিকোর তারকা ফিলিপে লুইসকে বিপজ্জনক একটা ট্যাকল করে বসলেন লুইস সুয়ারেজ। এজন্য হলুদ কার্ড দেখতে হয়েছে বার্সার এই নির্ভরযোগ্য স্ট্রাইকারকে। মাঠে ঘটনা তাই মাঠেই সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু ম্যাচ শেষে সেটি লুইস আবার মনে করিয়ে দেওয়াতেই পাল্টা তির ছুড়েছেন সুয়ারেজ।
কাল ম্যাচ শেষে লুইস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের রক্তাক্ত পায়ের একটা ছবির সঙ্গে লেখা, ‘ও তো আমাকে স্পর্শই করেনি!’ সরাসরি সুয়ারেজের নাম না বললেও ইঙ্গিতটা যে তাঁর দিকেই, সেটি বুঝে নিতেও কষ্ট হয় না। কিন্তু ইচ্ছা করে ফাউল না করেও এমন একটা ‘অপবাদ’ চুপচাপ ঘাড়ে নিয়ে বসে থাকেননি সুয়ারেজ। লুইসকে পাটকেল ছুড়েছেন, ‘ফুটবল একটা পুরুষ মানুষের খেলা। খেলার ধরনটাও এমনই। আর মাঠে যা হয় সেটা মাঠেই থাকা উচিত। সবকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে তো পুরো জিনিসটাই একটা সার্কাস হয়ে যাবে।’
এই বছরেই বার্সা-অ্যাটলেটিকোর ম্যাচে মেসিকে মারাত্মক একটা ফাউল করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লুইস। সুয়ারেজ সেটিও মনে করিয়ে দিয়েছেন, ‘তখন তো মেসি ওর ছবি পোস্ট করেনি। কিছু হলেই যে সেটা এভাবে ঢোল পিটিয়ে বলে বেড়াতে হবে, সেটার কোনো মানে নেই।’
মন্তব্য চালু নেই