ফুটবলে নয়, হলিউডে ক্যারিয়ার চান বেকহ্যামপুত্র
বাবার মতো ফুটবলার হতে চান না ডেভিড বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম। তিনি ক্যারিয়ার গড়তে চান হলিউডে। গেল কয়েক সপ্তাহ ধরে এমন খবরই প্রকাশিত হয়েছে বিনোদন মাধ্যমগুলোতে। জানা যায় ইতিমধ্যে বেকহ্যামপুত্র একটি মডেলিং এজেন্সিতে নাম লিখিয়েছেন। সেখানে নিয়মিত কাজও করতে শুরু করেছেন।
এ বিষয়ে একটি বিশ্বস্ত সূত্র জানায়, সম্প্রতি বেকহ্যামপুত্র একটি মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার যে হলিউডে ক্যারিয়ার গড়ার বিস্তর সম্ভাবনা রয়েছে, তাতে অন্তত সবাই একমত। সে অবিশ্বাস্যভাবে ফটোজনিক। বেশ হ্যান্ডসাম। সে কারণেই হলিউডে ব্রুকলিনের বেশ চাহিদা তৈরি হবে। তাকে নিয়ে কোনো প্রজেক্টে হাত দেওয়া হলে বড় অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব।’
অবশ্য ১৬ বছর বয়সী ব্রুকলিন বেকহ্যামকে হলিউডে ক্যারিয়ার গড়তে উৎসাহ দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। তবে এখনো কোনো সিনেমার জন্য চুক্তিবদ্ধ হননি তিনি। তবে শিগগিরই হলিউডে পর্দায় তাকে দেখা যেতে পারে। এমনটাই ভাবছেন সিনেমাবোদ্ধারা।
মন্তব্য চালু নেই