ফুটবলের হার্টথ্রব রোনাল্ডোর সাথে এবার প্রিয়াঙ্কা

এবার বিশ্বখ্যাত ফুটবল তারকা হার্টথ্রব রোনাল্ডোর সঙ্গে এবার গলা মিলিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর একের পর এক সফলতা যেন তার হাতের মুঠোয়। আর সেই ধারাবাহিকতায় তিনি এবার তার সঙ্গী পেয়েছেন ফুটবলের এই হার্টথ্রবকে।

মঙ্গলবার আইসল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোদের ইউরো অভিযান শুরু। তার আগে রেড-ওয়ানের প্রকাশিত ভিডিও ‘ডোন্ট ইউ নিড সামবডি’তে দেখা গেল তাদের। এই ভিডিওতে প্রিয়াংকা-রোনাল্ডো একা নন। তাদের সঙ্গে ছিলেন একঝাঁক তারকা। সবাই গানটিতে গলা মিলিয়েছেন।

জেনিফার লোপেজ, রাফায়েল নাদাল, অ্যাকোন, জেমস রডরিগেজ, মেসুত ওজিল সহ আরও অনেক তারকাকে দেখা যায় সেখানে। এর আগে র‌্যাপার পিটবুলের সঙ্গে ডুয়েট গেয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন প্রিয়াংকা।

কিছুদিন আগেই হলিউড ছবি ‘বেওয়াচ’-এর শুটিং শেষ করেছেন বলিউডের এ তারকা। দু’সপ্তাহ ছুটি শেষ করে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো টু’-এর কাজে অংশ নিতে যাওয়ার কথা রয়েছে প্রিয়াংকার। এর আগে ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই