ফিলিস্তিন ইস্যুতে বৃহস্পতিবার বিক্ষোভ করবে জামায়াত
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে, ফিলিস্তিনি বন্দীদের নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের বিমানবাহিনী ও সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়ে যে অমানবিক এবং বর্বরতম গণহত্যা চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসরায়েলিদের হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধাসহ বেসামরিক কোন লোকই রেহাই পাচ্ছে না। নিহত ও আহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলিরা হাসপাতালের উপরও হামলা করছে। গাজায় হামলা ও গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদানে ইসরায়েলকে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি ও ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার জন্য আমি জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মন্তব্য চালু নেই