ফিরছে ‘ম্যাকগাইভার’

এবিসি নেটওয়ার্কে ১৯৮৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রচারিত হওয়া ‘ম্যাকগাইভার’ সিরিজটি বাংলাদেশসহ সারা পৃথিবীতেই দারুণ দর্শকপ্রিয়তা পায়। এতে নামভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন।

সেই জনপ্রিয় সিরিজ ‘ম্যাকগাইভার’কে ফিরিয়ে আনা হচ্ছে টেলিভিশনে। বিখ্যাত এ চরিত্রটি নিয়ে নতুন সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সিবিএস নেটওয়ার্ক। এদিকে নতুন সিরিজটির নামও থাকছে ‘ম্যাকগাইভার’।

তবে ‘ম্যাকগাইভার’-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য একজন তরুণ অভিনেতাকে চূড়ান্ত করা হয়েছে। তবে বিষয়টি গোপন রাখা হয়েছে এখনও। এবারও ফিনিক্স ফাউন্ডেশনের গুপ্তচর ম্যাকগাইভারের মধ্যে দেখা যাবে অবিশ্বাস্য সব উৎস।

নির্বাহী প্রযোজনার দায়িত্ব পালনের সঙ্গে এ সিরিজটি চিত্রনাট্য তৈরি করবেন আর. স্কট জেমিল। হেনরি উইঙ্কলার ও মাইকেল ক্লিয়ারের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে আরও কাজ করবেন পরিচালক জেমস ওয়ান।



মন্তব্য চালু নেই