ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা, রয়েছেন যারা

সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। একাদশে রয়েছে রিয়াল-বার্সার প্রাধান্য। রিয়াল মাদ্রিদেরই আছেন পাঁচজন।

আর বার্সা থেকে জায়গা পেয়েছেন চারজন। তবে দানি আলভেজকে ধরলে বার্সেলোনার সদস্য সংখ্যাও পাঁচ। এ দুই দলের বাইরে থেকে শুধু জায়গা পেয়েছেন ম্যানুয়েল ন্যয়ার। তবে চমক বলতে আন্তোয়ান গ্রিজমানের জায়গা না পাওয়া। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে থাকলেও একাদশে জায়গা পাননি তিনি।

বর্ষসেরা একাদশ : ম্যানুয়েল ন্যয়ার, দানি আলভেজ, জেরার্ড পিকে, সার্জিও রামোস, মার্সেলো, লুকা মডরিচ, টনি ক্রস, আন্দ্রেস ইনিয়েস্তা; লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো।



মন্তব্য চালু নেই