ফিফার কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর আহ্বান
ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গ্রেফতার হওয়া সাত কর্মকর্তাকে সুইজারল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। দুর্নীতির দায়ে সুইজারল্যান্ডের জুরিখ থেকে মে মাসে তাদের গ্রেফতার করা হয়।
সুইজারল্যান্ডের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় বিচার কার্যালয় জানিয়েছে, ফিফা কর্মকর্তাদের প্রত্যর্পণে বুধবার প্রথম আনুষ্ঠানিক আবেদন করল যুক্তরাষ্ট্র। দুর্নীতির দায়ে অভিযুক্ত ফিফার উচ্চপদস্থ ১৪ কর্মকর্তার মধ্যে রয়েছেন এই সাত কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অভিযোগের পর গ্রেফতার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য চালু নেই